মঙ্গলবার শ্রীনগরের ঝিলম নদীতে ১০ থেকে ১২ জন স্কুল ছাত্র সহ বেশ কয়েকজন যাত্রী বহনকারী একটি নৌকা উল্টে অন্তত চারজন নিহত হয়েছেন।
শহরের বাটওয়ারা গান্ডাবল এলাকার স্থানীয়রা জানান, ভোরে নৌকাটি ডুবে যায়।
শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট মুজাফফর জারগার বলেছেন যে সাতজনকে হাসপাতালে আনা হয়েছিল, যার মধ্যে চারজন মারা গেছে এবং অন্য তিনজন চিকিৎসাধীন রয়েছে।
জম্মু ও কাশ্মীর বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, একটি রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী দলকে উদ্ধার অভিযানের জন্য মোতায়েন করা হয়েছে যা বর্তমানে চলছে।
এক বিবৃতিতে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, এসডিআরএফ, সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থার কর্মীদের সমন্বয়ে একটি দল ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে।
গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টির ফলে ঝিলাম সহ কাশ্মীরের বেশ কয়েকটি জলাশয়ের জলস্তর বেড়েছে।
Comments :0