Purbasthali

পূর্বস্থলীতে নদীতে তলিয়ে গেল ৪ কিশোরী, মৃত এক, নিখোঁজ ১

জেলা

নিখোঁজের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে পূর্বস্থলীর সাতপোতা গ্রামের খড়ি নদীতে।

সপ্তমীর সকালে বিষাদের সুর ভেসে উঠলো পূর্বস্থলীর মুক্সিমপাড়া গ্রাম পঞ্চায়েতের সাতপোতা গ্রামে। এদিন সকালে তিনজন কিশোরী সহ চারজন সাতপোতা গ্রামের খড়ি নদীতে স্নান করতে নামে। স্রোতের টানে তিন কিশোরী নদীর জলে ভেসে যায়। তাদের সাথে থাকা মহিলা একটি কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হলেও বাকি দুজন জলে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ দুই কিশোরীর খোঁজে তল্লাশি শুরু হয়। ঘটনা ঘটে যাওয়ার ৪০ মিনিট পর সুনিতা মন্ডল নামের কিশোরীর নিথর দেহের সন্ধান পাওয়া যায়। উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন।  ব্যাপক অনুসন্ধান চালিয়েও নিখোঁজ কিশোরী অনিন্দিতা পালের সন্ধান পাওয়া যায়নি বিকাল ৫ টা পর্যন্ত।

Comments :0

Login to leave a comment