ভোর থেকেই শুরু হবে ফল গণনা। খোলা হবে ইভিএম। গোড়ায় ৫ রাজ্যেরই গণনার কথা ছিল। তবে রবিবার, ৩ ডিসেম্বর, গণনা হবে না মিজোরামে। মধ্য প্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার ভোট গণনা হবে।
লোকসভা ভোটের কিছু আগে সূচি অনুযায়ী এই রাজ্যগুলিতে নির্বাচন হওয়ায় দেশের ভোটে প্রভাব কতটা পড়বে তা নিয়ে অনুমান চলতে থাকে। বিশেষ করে হিন্দি বলয়ের তিন রাজ্য, মধ্য প্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান ঘিরে আগ্রহ বেশি। কারণ হিন্দি বলয়েই বিজেপি’র আধিপত্য বেশি দক্ষিণ ভারত বা পূর্ব ভারতের তুলনায়।
এই পাঁচ রাজ্যে মোট লোকসভা আসন ৮৩। গতবার লোকসভা ভোটে, এর মধ্যে কংগ্রেস ২০১৯’র নির্বাচনে পেয়েছিল ৬টি আসন। মধ্য প্রদেশে ১টি, তেলেঙ্গানায় ৩টি এবং ছত্তিশগড়ে ২টি।
বিজেপি পেয়েছিল, মধ্য প্রদেশের ২৯ আসনের মধ্যে ২৮টি, তেলেঙ্গানায় ১৭ লোকসভা আসনের মধ্যে ৪টি, রাজস্থানে শরিক দল মিলিয়ে ২৫টির মধ্যে সব ক’টি এবং ছত্তিশগড়ে ১১টি লোকসভা আসনের মধ্যে ৯টি। মিজোরামেও বিজেপি’র সহযোগীরা রাজ্যের একমাত্র লোকসভা আসনে জয়ী হয়। সহযোগী ধরে বিজেপি’র মোট লোকসভা আসন ছিল ৬৭টি।
কিন্তু তার কয়েকমাস আগের বিধানসভা ভোটের নিরিখে বিজেপি’র এমন ফলাফল হওয়ার কথা নয়। ২০১৮’র বিধানসভার নিরিখে মধ্য প্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে গরিষ্ঠতা ছিল কংগ্রেসেরই। কিন্তু লোকসভা ভোটে ধরাশায়ী হয়েছিল কংগ্রেস।
মধ্য প্রদেশ বিধানসভায় মোট আসন ২৩০। ২০১৮’র বিধানসভা ভোটে গরিষ্ঠতা ছিল কংগ্রেসের। লোকসভার পর দলের একাংশ বিজেপি’তে যাওয়ায় পিছনের দরজা দিয়ে রাজ্যে সরকার গড়েছিল বিজেপি। ছত্তিশগড়ে বিজেপি’কে পর্যুদস্ত করে সরকার গড়েছিল কংগ্রেস। আর রাজস্থানে ব্যবধান কম হলেও বিজেপি’কে হারিয়ে সরকারে আসীন হয় কংগ্রেস।
লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামায় সুরক্ষা বাহিনীর জওয়ানদের কনভয়ে বিস্ফোরণ হয়। নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানের বালাকোটে বিমানহানা চালিয়ে সন্ত্রাসবাদী শিবির ধ্বংস করার দাবি জানান। সেই আবহে ভোট হয়েছিল লোকসভায়। জাতীয় স্তরে বিরোধী দলগুলির সমন্বয় ছিল না।
5 States 83 LS seats
৫ রাজ্যে ৮৩ আসন লোকসভার, তবে ‘সেমিফাইনাল’ নয়
×
Comments :0