AFC Asian Qualifiers

বাংলাদেশের জার্সিতে ভারতের বিরুদ্ধে অভিষেক হামজার

খেলা

AFC Asian Qualifiers INDIA vs BANGLADESH

আগামী ২৫তারিখ এএফসি এশিয়ান যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে ভারতের বিরুদ্ধে নামবে বাংলাদেশ। খেলাটি হবে শিলংয়ে সন্ধ্যা ৭টা থেকে। এই ম্যাচেই বাংলাদেশ জার্সিতে অভিষেক ঘটতে চলেছে শেফিল্ড ইউনাইটেড এফসির খেলোয়াড় হামজা চৌধুরীর। অবসর ভেঙে নিজের প্রথম ম্যাচেই গোল পেয়েছেন সুনীল। ফলে এই দুই তারকার লড়াই দেখতে মুখিয়ে রয়েছে দুই দেশের ফুটবলপ্রেমীরাই। এছাড়াও ওই দিন রয়েছে আরো ১০টি ম্যাচ | চাইনিজ তাইপেইর বিরুদ্ধে খেলবে তুর্কমেনিস্তান ( বিকেল ৪টে ), মায়ানমার বনাম আফগানিস্তান ( বিকেল ৪টে ), ফিলিপিন্স বনাম মালদ্বীপ ( বিকেল ৪:৩০টে ), তাজাকিস্তান বনাম তিমোর লেস্তে ( বিকেল ৪:৩০টে ), ভুটান বনাম ইয়েমেন ( বিকেল ৫:৩০টা ) , সিঙ্গাপুর বনাম হংকং ( সন্ধ্যা ৬টা ) , থাইল্যান্ড বনাম শ্রীলঙ্কা ( বিকেল ৬টা ) , ভিয়েতনাম বনাম লাওস ( সন্ধ্যা ৬টা ), মালয়েশিয়া বনাম নেপাল ( সন্ধ্যা ৭:৩০টা ) , সিরিয়া বনাম পাকিস্তান ( রাত ১১:৩০টা )।

Comments :0

Login to leave a comment