বাংলাদেশের পথে এবার এগোতে পারে ভারত। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ( AIFF ) প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানিয়েছেন যে গোটা বিশ্বে ভারতীয় বংশোদ্ভত ফুটবলারদের ভারতের হয়ে খেলানোর ক্ষেত্রে ' overseas citizenship of india ( OCI ) ' র নিয়ম প্রযোজ্যের ব্যাপারে তিনি সচেষ্ট হয়েছেন। আগামী ২৫তারিখ বাংলাদেশের হয়ে হামজা চৌধুরী নামবেন ভারতের বিপক্ষে। হামজার মতোই ভারতীয় বংশোদ্ভত অসংখ্য ফুটবলাররা ছড়িয়ে রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। তারা বিশ্বের বিভিন্ন ক্লাবে খেলে থাকেন। তাদেরকেই ভারতের হয়ে খেলানোর চেষ্টায় রয়েছে ফেডারেশন।
ইংল্যান্ডবাসী, পাঞ্জাবের সঙ্গে যোগসূত্র রয়েছে ফুটবলার ইয়ান ধান্দার। এখন খেলেন হার্ট অফ মিডিলথিয়ান ক্লাবে। তাঁর মা ব্রিটিশ এবং বাবার জন্ম ইংল্যান্ডে হলেও তিনি ভারতীয় বংশোদ্ভূত । ২০০৩সালে জন্ম ২২বছরের হরপ্রীত ঘোটরার জন্ম জার্মানির ফ্রাঙ্কফ্রুটে। বর্তমানে আইনট্রাক্ট ফ্রাঙ্কফ্রুট ২ দলে খেলছেন হরপ্রীত। বছর ২৮-র মনপ্রীত সরকারিয়ার জন্ম অস্ট্রিয়ার ভিয়েনায়। বর্তমানে এই উইঙ্গার খেলছেন চিনের শেহজেন পেং সিটি ক্লাবে। মনপ্রীত আদতে একজন শিখ। তার পরিবার পাঞ্জাবের অমৃতসরের বংশোদ্ভূত। ইংল্যান্ডের বার্নেটবাসী বছর ২২ এর দিলান মার্কান্ডে বর্তমানে খেলেন লেটন ওরিয়েন্ট ক্লাবে। এইসমস্ত খেলোয়াড়রা ভারতীয় দলের জার্সি গায়ে খেলার সুযোগ পেলে নিজেদের উজাড় করে দেবেন। তাদের সংযুক্তিতে বিশ্ব ফুটবলের মানচিত্রে আরো অগ্রসর হতে পারবে ভারতীয় ফুটবল।
Comments :0