প্রসূন ভট্টাচার্য
যৌথ আন্দোলন থেকে শিক্ষা নেওয়ার ডাক দিয়ে শুরু হয়েছে সারা ভারত কৃষকসভার সর্বভারতীয় সম্মেলন। কৃষকসভার সদস্যসংখ্যা সারা দেশে ১৯ লক্ষ বেড়েছে। দিল্লিতে টানা এক বছর কৃষক অবস্থান, সারা দেশে তার প্রভাব বাড়তি শক্তি জুগিয়েছে কৃষকসভাকে। সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেছেন যে কৃষকদের সমস্যা এবং শত্রু এক হলে বিভিন্ন সংগঠনের যৌথ সংগ্রামও বাড়তি গুরুত্ব পাওয়া উচিত।
মঙ্গলবার কেরালার ত্রিশূরে শুরু হয়েছে সারা ভারত কৃষক সভার ৩৫ তম সম্মেলন। সংগঠনের সভাপতি অশোক ধাওলে পতাকা উত্তোলন করেন। সংগঠনের সাধারণ সম্পাদক হান্নান মোল্লা পেশ করেছেন সম্পাদকীয় প্রতিবেদন। ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে সম্মেলন।
সভাপতির ভাষণ এবং সম্পাদকীয় প্রতিবেদন, দু’জায়গাতেই গুরুত্ব পেয়েছে বছরভর দিল্লির আন্দোলন। সংগঠনের সদস্য সংখ্যা বেড়েছে, এখন মোট সদস্য ১ কোটি ৩৭ লক্ষ। অন্তত ২ কোটি সদস্য দেশজুড়ে সংগ্রহের আহ্বান জানিয়েছেন ধাওলে।
সম্পাদকীয় প্রতিবেদন পেশ করে হান্নান মোল্লা বলেছেন, ‘‘কৃষকসভার স্বাধীন কর্মসূচি প্রয়োজন। সেই সঙ্গে জোর দিতে হবে যৌথ আন্দোলনে। সমস্যা এক, শত্রুও এক। তা’হলে অভিন্ন সংগ্রাম হবে না কেন।’’
দিল্লির কৃষক আন্দোলন পরিচালনা করেছে কৃষকসভার সঙ্গে শতাধিক কৃষক সংগঠনের যৌথ মঞ্চ সংযুক্ত কিষান মোর্চা।
Comments :0