Roshan Saudi Pro League

ক্যাপিটাল ডার্বিতে জয় রোনাল্ডোদের

খেলা

AL-HIL-vs-AL-NAS RSL ছবি সৌজন্য - আল নাসের সৌদি ক্লাব অফিসিয়াল ফেসবুক পেজ

সৌদি প্রো লিগের ক্যাপিটাল ডার্বিতে জিতল আল নাসের।আল হিলালকে তারা হারাল ৩-১ গোলে। জোড়া গোল করলেন রোনাল্ডো। ম্যাচের ৪৫+৪ মিনিটে প্রথমে গোল করেন আলহাসান। তার কিছুক্ষণ বাদেই ৪৭ মিনিটে মানের পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান রোনাল্ডো। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে আলবুলাহাই ব্যাবধান কমান। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন রোনাল্ডো। ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল আল নাসের। সমসংখ্যক ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল আল হিলাল।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন