ANAYAKATHA | KRISHANU BHATTACHARJEE | SCHOOL OF BENGAL | MUKTADHARA | 2025 APRIL 6

অন্যকথা | কৃশানু ভট্টাচার্য | এদিকে বাঙালি বড় অসহায়.. | মুক্তধারা | ২০২৫ এপ্রিল ৬

সাহিত্যের পাতা

ANAYAKATHA  KRISHANU BHATTACHARJEE  SCHOOL OF BENGAL  MUKTADHARA  2025 APRIL 6

অন্যকথা | মুক্তধারা

এদিকে বাঙালি বড় অসহায়..
কৃশানু ভট্টাচার্য্য

জলঙ্গি ব্লকের বাগমারা স্কুলের গেটে অপেক্ষা করছিল সাদেকুল আর ইউসুফ। যদি নবীন স্যার আসে দেখে নেবে কালকের না বোঝা অঙ্কটা। সারাদিন সারারাত কোলাহল করা চ্যানেল গুলো বলে গেছে ওদের নবীন স্যার এর চাকরি গেছে। উনি অযোগ্য - শিশু কিশোর এর চোখে শিক্ষকের যোগ্যতার মাপকাঠি আর ঐ চ্যানেলের সাংবাদিকদের মাপকাঠি তো আর এক নয়! তাই সাদেকুল আর ইউসুফ অপেক্ষা করে চলে। কিন্তু স্যার আসেন নি। 
এভাবেই ধীরে ধীরে মেরে ফেলা হবে সাদেকুলদের স্কুল গুলো। গজিয়ে উঠবে বাবলি মেমোরিয়াল, সেন্ট মার্টিন কিংবা অন্য কোন বেসরকারি স্কুল। বিক্রি হবে শিক্ষা। স্কুল বেচবে জামা , জুতো, খাতা,  বই আর শিক্ষা। যে যেমন মাপে কিনতে পারবে, সে তেমন মাপেই কিনবে। কেউ যাবে হকার মার্কেট কেউ যাবে শপিং মল। সাধ আর সাধ্যের মাঝে দাঁড়িয়ে হিসাব করবে প্রতুল, সাদেকুল, লাল্টু আর ইন্দ্রজিৎরা। আর ঠান্ডা ঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে বড় মালা আর ট্রাফিক সিগন্যালের লাল আলোর আবহ সঙ্গীতে রবীন্দ্রনাথ ঠাকুর এর গান বেজে উঠবে-
'আমায় বলো না গাইতে বলো না -'
কারণ তিনি মিছে কথা আর ছলনা পছন্দ করতেন না।

Comments :0

Login to leave a comment