UEFA Champions League

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের ম্যাচ

খেলা

ARS vs RM UCL

মঙ্গলবার রাত ১২:৩০টা ( বুধবার ) থেকে শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। প্রথম পর্বের ম্যাচে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া অন্যান্য ম্যাচে ধারাবাহিতার অভাব দেখা গেছে এম্ব্যাপেদের। সদ্য লা লিগায় ভ্যালেন্সিয়ার কাছে হেরেছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগেও আটলেটিকোর বিরুদ্ধে টাইব্রেকারে জয় পেয়েছিল তারা। তবে এই দলে ম্যাচ উইনার প্রচুর রয়েছে। শেষমুহূর্তে গোল করে জেতাটা রিয়াল মাদ্রিদের মজ্জায় রয়েছে।ফলে এমিরেটস স্টেডিয়ামে খেলা শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবেনা। অন্যদিকে আর্টেটার দলেও রয়েছে বেশ কিছু প্রতিভাবান প্লেয়ার। সাকা , ওডেগার্ড , কাই হাভার্টজদের মত  খেলোয়াড়রা যে কোনো সময় ম্যাচে রং বদলে দিতে পারেন। এছাড়াও অন্য ম্যাচে নামবে ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখ।

Comments :0

Login to leave a comment