Kejriwal arrest

আবেদন প্রত্যাহার কেজরিওয়ালের

জাতীয়

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) গ্রেপ্তারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশন প্রত্যাহার করে নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি শীর্ষ আদালতকে জানান, দিল্লির মুখ্যমন্ত্রীর রিমান্ড চেয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদনের সঙ্গে তাঁদের আবেদনের বিরোধ হচ্ছে  যা লোয়ার রাউস অ্যাভিনিউ কোর্টে বিচারাধীন রয়েছে, তারা আগে এই মামলা লড়বেন।
বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি বেলা দ্বিবেদীকে নিয়ে গঠিত বিশেষ তিন সদস্যের বেঞ্চে কেজরিওয়ালের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল আজ। এর আগে সুপ্রিম কোর্ট দিল্লির ধৃত মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির বিরুদ্ধে করা আবেদনের জরুরি ভিত্তিতে শুনতে রাজি হয়।
কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী যাঁকে গ্রেপ্তার করা হল। এদিকে, আজ দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়া আপ নেতারা দিল্লিতে বিক্ষোভ শুরু করেছেন। অতিশী এবং সৌরভ ভরদ্বাজের মতো দিল্লির কয়েকজন বিশিষ্ট মন্ত্রীকে দিল্লি পুলিশ আটক করেছে।

Comments :0

Login to leave a comment