আগামী ২৭ মে তারিখে দক্ষিন কোরিয়ার গুমিতে শুরু হচ্ছে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। ভারতের অ্যাথলেটিক ফেডারেশন এই প্রতিযোগিতার জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে তাতে নেই নীরজ চোপড়ার নাম। আগামী ২৪ মে তারিখে তিনি নামবেন ' নীরজ চোপড়া ক্লাসিক ' প্রতিযোগিতায়। এই স্কোয়াডে নাম রয়েছে অনিমেষ, অনু কুমার, ইওনুস খান , গুলভির সিং, সাওয়ান বারোয়াল, সমর্দীপ, তেজস্বীনের মতো অ্যাথলিটদের।
Asian Athletics Championship
এশিয়ান চ্যাম্পিয়নশিপে নেই নীরজ চোপড়া

×
Comments :0