সয়াবিন কৃষকদের কথা বলা হচ্ছে মুখেই। আসলে মধ্য প্রদেশে বিজেপি সরকারের ফসল যোজনা আদানির জন্য।
মুখ্যমন্ত্রী মোহন যাদবের ‘ভাবান্তর যোজনা’ নিয়ে এই অভিযোগ তুলেছে সিপিআই(এম)। রাজ্যে সম্পাদক যশবিন্দার সিং বলেছেন, ৫ হাজার ২০০ কোটি টাকা সরাসরি আদনির পকেটে ঢুকবে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল, সয়াবিন কৃষকরা সরকারি মান্ডিতে গিয়ে দাম না পেলে ভরপাই দেবে সরকার। মিলবে বোনাস। ৫ হাজার টাকার ফসলের জন্য ৩০০ টাকা দেওয়া হবে।
সিপিআই(এম) প্রশ্ন তুলেছে নীতি নিয়ে। সব ফসলই অতিবৃষ্টিতে মার খেয়েছে। তাহলে কেন কেবল সয়াবিনের জন্য প্রকল্প?
যশবিন্দর সিং বলেছেন, “ মধ্য প্রদেশে সয়াবিনের বেশিরভাগ খেত ধরে রেখেছে আদানি গোষ্ঠী। রাজ্যের বিজেপি সরকার তাদের জন্যই এই প্রকল্প নিয়েছে।”
অভিযোগ, অতীতে শিবরাজ সিং চৌহানও মুখ্যমন্ত্রী পদে থেকে সয়াবিন চাষীদের প্রকল্প ঘোষণা করেছিলেন। তার পরও ফসলের দাম পড়ে যায়। এবারও সেই সম্ভাবনা আছে।
সিপিআই(এম) রাজ্য সম্পাদক বলেছেন, “রাজ্যে প্রায় ৫২ লক্ষ কুইন্টাল সয়াবিন হয়। প্রতি কুইন্টালে দাম হাজার টাকা কমলেও আদানির ফসল কেনার খরচ ৫ হাজার ২শো কোটি টাকা কমবে।”
সিপিআই(এম) দাবি করেছে যে সব ফসলই এমএসপি অনুযায়ী কৃষকের থেকে সরকারকে সংগ্রহ করতে হবে।
Soyabin Scheme MP
মধ্য প্রদেশে সয়াবিন কৃষকদের নামে তোফা আদানিকে!

×
Comments :0