এনসিপি (শিন্ডে) নেতা বাবা সিদ্দিকির খুনীদের ধরার দাবি জানালো মুম্বাই পুলিশ। সংবাদসংস্থাকে পুলিশ জানিয়েছে উত্তর প্রদেশ থেকে ধরা হয়েছে শিবকুমার নামে এক দুষ্কৃতীকে। এই শিবকুমারই সিদ্দিকিকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এনসিপি’র একনাথ শিন্ডের গোষ্ঠীতে ছিলেন প্রভাবশালী বাবা সিদ্দিকি। পুলিশ জানিয়েছে আততায়ী শিবকুমার পালিয়ে নেপালে চলে যাোয়ার চেষ্টা চালাচ্ছিল। উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে মুম্বাই অপরাধ দমন শাখার যৌথ অভিযানে ধরা হয়েছে আততায়ীকে।
১২ অক্টোবর সিদ্দিকিকে গুলি করা হয় বান্দা ইস্টে, তাঁর বিধায়ক পুত্র জিশানের দপ্তরের ঠিক সামনে। ৯.৯ এমএম পিস্তল থেকে ৬বার গুলি চালানো হয় সিদ্দিকির ওপর। সব মিলিয়ে গুলি চালিয়েছিল তিনজন। পুলিশের দাবি তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে।
জেরায় শিবকুমার কুখ্যাত লরেন্স বিষ্ণোই চক্রের সঙ্গে যোগাযোগ স্বীকার করেছে। মুম্বাই পুলিশ জানিয়েছে, লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলের নির্দেশেই গুলি চালিয়েছিল
BABA SIDDIQUE
বাবা সিদ্দিকির খুনী গ্রেপ্তার, বলছে পুলিশ, বিষ্ণোই যোগ স্বীকার
×
Comments :0