Mamata Banerjee

রাজ্যে নেওয়া হচ্ছে সতর্কতা, শাহের সঙ্গে বৈঠকের পর জানালেন মমতা

রাজ্য

পহেলগাও সন্ত্রাসবাদী হামলার পর থেকেই ভারত–পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়। সন্ত্রীসবাদী হামলার ১৫ দিনের মাথায় মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের ৯টি ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে বলে জানায় ভারত সরকার। পাল্টা পাকিস্তানের তরফে ভারতে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অপারেশন ‘সিঁদুর’-র পর বুধবার সকালে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের পর রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন তিনি। তারপর বৃহস্পতিবার সকাল ১১টায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই সীমান্তবর্তী এলাকার মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব ও পুলিশের শীর্ষ আধিকারিকার উপস্থিত ছিলেন। বৈঠকে ছিলেন জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখন্ড, উত্তর প্রদেশ, বিহার, সিকিম এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। এ ছাড়া ভার্চুয়ালি ওই বৈঠকে কেন্দ্রশাসিত লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নররা উপস্থিত ছিলেন। যদিও বৈঠকের বিস্তারিত এখনও জানা যায়নি। 
তবে এই বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। এই সময় আমাদের মধ্য কোনও বিভেদ নেই। সবাই আমরা দেশের পক্ষে। আমরা সেই সিদ্ধান্তেই এসেছি। এখন দেশকে রক্ষা করার সময়। আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।  সবার সঙ্গে যোগাযোগ থাকবে, আতঙ্কিত হওয়ার কারণ নেই। তিনি বলেন, দক্ষিণবঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনীর হেল্পলাইন চালু আছে, উত্তরবঙ্গের জন্য চালু করা হবে। আতঙ্কিত না হওয়ার আবেদন জানান তিনি।
মুখ্যমন্ত্রী জানান যে পুলিশ, এসপি, ডিএম, বিডিও সকলকেই সতর্ক করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে ছুটি বাতিল করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা কর্মীদের ভিজিল্যান্সও বাড়ানো হয়েছে। এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। পুলিশকে চেকিং বাড়ানোর কথা বলা হয়েছে। কোনও বিষয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আবেদন করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কোনও ভুল তথ্য বা উসকানিমূলক তথ্য না ছড়ানোর ব্যাপারেও আবেদন করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, 'আতঙ্ক ছড়াবেন না। সব খবর বিশ্বাস করবেন না। যারা বিভ্রান্তিমূলক, প্ররোচনামূলক খবর ছড়াবে তাদের বিরুদ্ধে গাইডলাইন আসছে। শান্তি রক্ষার আবেদনও করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Comments :0

Login to leave a comment