Jibon krishno Saha

তৃণমূল বিধায়কের ২টি মোবাইল থেকেই তথ্য উদ্ধার, দাবি সিবিআইয়ের

রাজ্য

পুকুরে মোবাইল ফোন ফেলেও লাভ হল না মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার।তাঁর সঙ্গে বিপদ বাড়ল শাসক দলেরও। পুকুরে ফেলে দেওয়া ২টি মোবাইল ফোন থেকেই সমস্ত ডেটা উদ্ধার করতে পেরেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই'য়ের তদন্তকারীরা। সূত্রের খবর নিয়োগ দুর্নীতি তদন্ত শুরু হওয়ার পর থেকে বেশ কিছু কথোপকথনের রেকর্ড ফোন থেকে মুছে ফেলা হয়েছিল। সেগুলো পুরোটাই উদ্ধার করা হয়েছে।

 

গত ১৪ এপ্রিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় সিবিআই। এজেন্ট চক্রের মাধ্যমে সরকারি স্কুলে শিক্ষকতা ও শিক্ষাকর্মীর চাকরি পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে জেলায় জেলায় বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল। সেই টাকার ভাগ কেন্দ্রীয় ভাবেই পৌঁছেছে শাসক দলের শীর্ষ মহলে। নিয়োগ দু্নীতির তদন্তে সেই গতিপথ জানতেই মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই।

সিবিআই তল্লাশি ও জেরা শুরুতেই বড়ঞার বিধায়ক জীবন সাহার মোবাইল বাজেয়াপ্ত করেছিল। সেই তল্লাশি চলাকালীন বড়ঞার বিধায়ক ফোন দুটি ছিনিয়ে নিয়ে বাইরে পাঁচিলের ওপারে নিজেদের জমিতেই পুকুরের দিকে ছুঁড়ে ফেলে দেন। পাম্প লাগিয়ে পুকুরের জল তোলার কাজও চলে রাতভর। নামানো হয় জেসিবিও। প্রায় দেড় দিন ধরে পুকুরে চলে তল্লাশি। উদ্ধার হয় একটি মোবাইল ফোন। গত ১৭ এপ্রিল সকালে জীবন সাহাকে গ্রেপ্তার করার ঘন্টা পাঁচেক পরে পুকুরের ধারে খেজুর গাছের নিচ থেকে উদ্ধার হয় দ্বিতীয় ফোনটিও। পুকুর থেকে যে ফোনটি উদ্ধার হয় সেটা প্লাস্টিকে মোড়া ছিল, তাতে সিবিআই সিজার লিস্টের স্ট্যাম্প মারা ছিল। ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্যে মুছে যাওয়া তথ্য প্রায় একশো শতাংশই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই'য়ের দাবি। 

Comments :0

Login to leave a comment