আসামে পুলিশ দিয়ে বাধাদান ভারত জোড়ো ন্যায় যাত্রাকে। বাধা পেয়ে পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস কর্মীরা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকে মিছিল। কংগ্রেস সমর্থকদের এগিয়ে যেতে বাধা দিতে পুলিশকে শক্তি প্রয়োগ করতে হয়।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন যে যানজট এড়াতে যাত্রাকে শহরে প্রবেশ করতে দেওয়া হবে না। খানাপাড়ার গুয়াহাটি চকে বিশাল জমায়েত হয়েছিল এবং স্লোগান ও ঢোল পিটিয়ে রাহুল গান্ধীকে স্বাগত জানায়া। আসামের জন্য এআইসিসি ইনচার্জ জিতেন্দ্র সিং বলেছেন, ‘‘আমরা ব্যারিকেড ভেঙেছি বলে আমরা জিতে গেছি।’’
সোমবার মেঘালয়ে প্রবেশ করা যাত্রাটি শেষ পর্যায়ে আসামে ফিরে এসেছে এবং রাজ্যের বৃহত্তম শহর গুয়াহাটির উপকণ্ঠে যাত্রা করবে। বৃহস্পতিবার পর্যন্ত আসামে যাত্রা চলবে।
Bharat Jodo Nyay Yatra
ভারত জোড়ো যাত্রাকে বাধা গুয়াহাটিতে
×
Comments :0