এতদিন অঙ্গনওয়াড়ি কর্মীরা মিছিলে হেঁটে, বিক্ষোভ দেখিয়েও তাঁদের দিকে বিজেপি সরকারের দৃষ্টি ঘোরাতে পারেননি। কিন্তু ঠিক ভোটের মুখেই রাজনৈতিক চাল চেলে বিহারে নীতিশ কুমার-বিজেপি সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ভাতা বাড়িয়ে দিল। সোমবার এই ঘোষণা করা হয়েছে। এক্স হ্যান্ডেলে নীতীশ কুমার জানিয়েছেন, ‘এখনো পর্যন্ত ৭ হাজার টাকা করে ভাতা পেতেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এবার থেকে ৯ হাজার টাকা করে পাবেন তাঁরা। একইভাবে সহায়িকাদের ভাতাও চার হাজার থেকে সাড়ে চার হাজার করা হয়েছে।’ এখন হঠাৎ করেই অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা শিশু এবং অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেকথা মনে করেছেন নীতীশ কুমার। এদিকে, বিরোধী দলনেতা তেজস্বী যাদব তাঁর প্রস্তাবিত ধারণাগুলি সরকার ‘নকল’ করছে বলে সোচ্চার হয়েছেন। বলেছেন, ভোট ঘোষণা না হলে এবং আদর্শ আচরণবিধি কার্যকর না হওয়া পর্যন্ত আর কোনও নির্বাচনী প্রতিশ্রুতি তিনি দেবেন না। রাজ্য সরকারের সূত্র অনুসারে, বিহারে ১ লক্ষ ২০ হাজারেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা ভাতা বৃদ্ধির সুবিধা পাবেন।
Bihar Anganwadi Workers
ভোটের মুখে হঠাৎ বিহারে ভাতা বাড়ল অঙ্গনওয়াড়িদের

×
মন্তব্যসমূহ :0