বাংলায় ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য আক্রান্ত হওয়ায় উদ্বেগ জানালেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অধ্যাপক সেন ই-মেল পাঠিয়েছেন বিশ্বভারতীর অর্থনীতির অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য থেকে শুরু করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইতিহাসবিদ এমা রথশিল্ড থেকে শুরু করে নিজের কন্যা অন্তরা দেবসেন সহ অন্যান্য বিশিষ্টজনদের।
গত ১১ জানুয়ারি অমর্ত্য সেনের এই ই-মেল প্রাপ্তির কথা জানিয়েছেন বিশ্বভারতীর অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। দেশ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিয়মিত তাঁর মত প্রকাশ করেন অমর্ত্য সেন। সারা দেশে ধর্মীয় বিভাজনের রাজনীতির পরিকল্পিত দাপটের বিরুদ্ধ বারবার সরব হয়েছেন অর্থনীতিবিদ। দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, বৈচিত্রের উপর নেমে আসা আঘাতে নিজের উদ্বেগ গোপনও করেননি তিনি। বাংলার রাজনীতি নিয়েও সেই একই উদ্বেগের অবতারণা করেছেন অমর্ত্য সেন।
তিনি বলেছেন, ‘‘বাংলার প্রধান বিষয় ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষা করা, ধর্মনিরপেক্ষ রাজনীতির পরাজয় হলে ভুল হবে।’’ তিনি লিখেছেন, ‘‘বাংলার প্রধান বিষয় ধর্মনিরপেক্ষতার পক্ষে রুখে দাঁড়ানো। প্রয়োজন শক্তিশালী প্রতিরোধ।’’ নোবেলজয়ী অর্থনীতিবিদের বক্তব্য, ‘‘বাংলার ধর্মনিরপেক্ষতার দীর্ঘ ঐতিহ্য থাকা সত্ত্বেও তাকে রক্ষা করার কাজ সব সময় হয়ে ওঠে না। ধর্ম ভিত্তিক বিভাজন রহিত নিরপেক্ষ রাজনীতির প্রয়োজন বাংলার। ধর্ম নিরপেক্ষ রাজনীতির পরাজয় হলে ভুল হবে।’’
ই-মেলে তিনি আরও লিখেছেন, ‘‘বাংলার একতার চরিত্র হারালে আমাদের চলবে না। আমি আমার দাদু ক্ষিতিমোহন সেনের কথা ভাবছিলাম। তিনি বুঝিয়ে বলতেন, হিন্দু মুসলিম ঐক্যের গুরুত্ব কেবলই পরস্পরকে সহ্য করা নয়। গুরুত্বটা তার থেকেও অনেক বেশি। বরং বলা যায় গুরুত্বটা হলো একসঙ্গে কাজ করার। যেটা ঐতিহাসিক ভাবে হয়ে এসেছে বিভিন্ন ক্ষেত্রে- প্রাচুর্যময় সাহিত্য, প্রধান স্থাপত্যর, বিরল কারুকার্য এবং অসংখ্য যৌথ সৃজনশীলতায়।’
গত বছর ২৩ মার্চ গুজরাটের নিম্ন আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিল মানহানি মামলায়। তারই ভিত্তিতে রাহুলের সাংসদ পদ বাতিল করা হয়। পরে যদিও সুপ্রিম কোর্ট এই রায়ে স্থগিতাদেশ জারি করায় সদস্যপদ ফিরে পান রাহুল গান্ধী। সে সময়ও অমর্ত্য সেন বিদেশ থেকে সরব হয়েছিলেন। গত ২৫ মার্চ তিনি বলেছিলেন, ‘‘ভারতের গণতন্ত্র কোথায় এসে দাঁড়িয়েছে? বিরোধী দলের নেতা কোনও প্রতিবাদ করতে পারবেন না? নিম্ন আদালতের রায়ে তাঁর সদস্যপদ খারিজ হয়ে যাবে!’
Amartya Sen
বাংলায় আক্রান্ত ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য, উদ্বেগ অমর্ত্য সেনের
×
Comments :0