General elections 2024

পাঞ্জাবে জোট করে নয়, একাই লড়বে বিজেপি

জাতীয়

বিজেপি পাঞ্জাব রাজ্যের সভাপতি সুনীল জাখর মঙ্গলবার বলেছেন যে বিজেপি একা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং শিরোমনি আকালি দলের (এসএডি) সাথে জোট গঠন করবে না।
গত সপ্তাহে, সূত্র জানিয়েছে যে আকালি দল এবং বিজেপি রাজ্যে আসন ভাগাভাগির বিষয়ে উভয় দল একমত হলে একটি প্রাক-নির্বাচন চুক্তি তৈরি করতে পারে।
এসএডি ছিল বিজেপির অন্যতম পুরনো জোট সঙ্গী। যদিও এসএডি ২০২০ সালের সেপ্টেম্বরে এনডিএ-র সাথে সম্পর্ক ছিন্ন করেছিল কৃষক বিক্ষোভকে কেন্দ্র করে।

Comments :0

Login to leave a comment