সোমবার সকালে ঘর থেকে উদ্ধার মা ও দুই সন্তানের দেহ৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাচামারি গভর্নমেন্ট কলোনির নীচুপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম রূপালি হালদার(২৮), অয়ন হালদার(৭) এবং রিমি হালদার (৬মাস)৷ তিনজনের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ আটক করা হয়েছে মৃতের স্বামী অসিত হালদারকে৷
পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, "মালদা থানার পুলিশ দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়েছে৷ গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে৷ জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে৷ তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি৷"
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে পুরাতন মালদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাচামারি গভর্নমেন্ট কলোনির নীচুপাড়ার বাসিন্দা পেশায় স্বর্ণকার অসিত হালদার৷ বছর আটেক আগে তাঁর বিয়ে হয়েছিল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকার রূপালির সঙ্গে৷ তাঁদের সংসারে সাত বছরের ছেলে আর ছ’মাসের মেয়ে আছে৷ বিয়ের পর প্রথমদিকে অসিত-রূপালির দাম্পত্য জীবন ঠিকভাবেই চলছিল৷ কিন্তু, কয়েকমাস পর রূপালির আচরণ বদলাতে থাকে বলে অভিযোগ৷ স্থানীয়দের অভিযোগ, যে কোনও বিষয়ে তাঁর জেদ প্রকাশ পেতে শুরু করে৷ এনিয়ে শ্বশুরবাড়িতে অশান্তিও শুরু হয়ে যায়৷ অশান্তি এড়াতে অসিত স্ত্রীর সব কথাই মেনে নিতেন বলে দাবি করা হয়েছে৷ কিন্তু, বছরখানেক পর রূপালি জানিয়ে দেন, তিনি আর শ্বশুরবাড়িতে থাকবেন না৷ স্বামীকে নিয়ে তিনি বাবার বাড়িতে থাকবেন৷ স্ত্রীর সেই শর্তও মেনে নিয়েছিলেন অসিত৷ এবং গঙ্গারামপুরের একটি সোনার দোকানেও কাজ খুঁজে নেন ৷ স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করতে শুরু করেন ৷ এদিন সকালে ঘর থেকে উদ্ধার হয় মা ও দুই সন্তানের দেহ। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Malda
মা ও দুই সন্তানের দেহ উদ্ধারে চাঞ্চল্য পুরাতন মালদাহে

×
Comments :0