Zilla Parishad office march

সাত বছর ধরে মেরামত হয়নি ভাঙা ব্রিজ, জেলা পরিষদ দপ্তর অভিযান গ্রামবাসীদের

জেলা

ঝাড়গ্রাম শহর লাগোয়া ছোটো চাঁদাবিলাতে পুতরঙ্গি খালের উপর সাত বছর ধরে ভেঙে পড়া সেতু নির্মাণের দাবীতে ঝাড়গ্রাম জেলার পরিষদের সামনে বিক্ষোভ।

সাত বছর পার। ভেঙে পড়া ব্রীজ আজও মেরামত হয়নি। কৃষি নির্ভর এলাকার ৮-১০টি গ্রামের মানুষ জেরবার। প্রতিকার চেয়ে গ্রাম ভেঙে মানুষ জেলা পরিষদ দপ্তর ঘেরাও করে তুমুল বিক্ষোভে সামিল হলেন। ঝাড়গ্রাম শহর লাগোয়া চাঁদাবিলা মৌজায় পুতরঙ্গি খাল পারাপারের কংক্রিটের ব্রীজের উপর দিয়ে বালি পাচার চক্র রাতের অন্ধকারে ডাম্পার ভর্তি বালি পাচার করার সময় সেতুটি ভেঙে পড়ে। প্রসাশন সেই ডাম্পারটিকে উদ্ধার করে নিয়ে গেলেও আজ সাত বছর সেই ভেঙে পড়া সেতুটি মেরামত করেনি। বারেবারে দাবী জানিয়ে বিক্ষোভ পথ অবরোধ করলেও প্রসাশন নির্বিকার।
এর প্রতিকার চেয়ে  ছোট চাঁদাবিলা গ্রাম সহ পাশাপাশি ৮-১০ টি গ্রামের মানুষ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝাড়গ্রাম জেলা পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে গণ-ডেপুটেশন জমা দিলেন। তাঁদের প্রধান দাবি,পুতরঙ্গী খালের উপর ভেঙে পড়া সেতুর পুনর্নির্মাণ করতে হবে।
২০১৮ সাল থেকে এলাকার ১০টি গ্রামের মানুষের দুর্ভোগ শুরু হয়। একমাত্র সংযোগ পথে সেতুটি ভেঙে পড়ায় গ্রামবাসীরা যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। গত সাত বছরে বহুবার রাস্তা অবরোধ, বিভিন্ন প্রশাসনিক দফতরে আবেদন ও অভিযোগ জানিয়েও কোনও কার্যকরী ব্যবস্থা হয়নি। শুধু প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু বাস্তবে কাজ শুরু হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। এদিন সাপধরা অঞ্চলের এমন গ্রামগুলির নারী-পুরুষ, স্কুল পড়ুয়া একসাথে জেলা পরিষদ দপ্তর অভিযান করেন গ্রাম থেকে মিছিল সহকারে। জেলা পরিষদের গেট অবরুদ্ধ করে বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জেলা পরিষদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে টাকা বরাদ্দ হওয়ার কাগজ পত্র এসেছে। অতি শীঘ্রই ব্রিজ নির্মাণের টেন্ডার ডাকা হবে। গ্রামবাসীরা জানিয়েছেন, যদি প্রতিশ্রুতি মতো ব্রিজ নির্মাণ না হয় তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। শাসক দলের গ্রুপবাজির জন্য টেন্ডার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় অভিযোগ গ্রামের মানুষ আর সহ্য করবে না বলেও জানিয়ে দেন।

 

 

Comments :0

Login to leave a comment