বুধবারই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই সঙ্গে দেশের ১০ রাজ্যের ৩১টি বিধানসভা এবং কেরালার ওয়েনাড় লোকসভা আসনে উপনির্বাচন হবে।
বুধবারই হবে ঝাড়খণ্ড বিধানসভার প্রথম দফার নির্বাচনও।
রাজ্যে উপনির্বাচন হবে মাদারিহাট, নলহাটি, হাড়োয়া, সিতাই, মেদিনীপুর এবং তালডাংরায়। এই কেন্দ্রগুলিতে বিধায়করা পরে সাংসদ নির্বাচিত হওয়ায় আসন শূন্য হয়। মাদারিহাট আসটি ছিল বিজেপি’র। বাকি সব আসনেই বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার, বিধানসভা উপনির্বাচনের আগের দিন, সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘‘নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ ভোট দিতে পারেন। বহিরাগতরা যাতে না আসে। বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার করতে হবে। বোমা উদ্ধার করতে হবে।’’
সেলিম বলেছেন, ‘‘এরাজ্যে বারবার দেখা গিয়েছে নির্বাচনে সময় যে বোমা মজুত করা হয়েছে পরে তা ফেটে রক্তাক্ত হয়েছে শিশু-কিশোররা। পুলিশ জানে কারা নির্বাচনে দুষ্কৃতীর কাজ করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এদের আগাম আটক কররতে হবে। সেই সঙ্গে অস্ত্র, বোমা বাজেয়াপ্ত করতে হবে।’’
কোচবিহারের সিতাই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণ কুমার বর্মা। মাদারিহাট কেন্দ্রে আরএসপি প্রার্থী পদম ওঁরাও। নৈহাটি কেন্দ্রে সিপিআই(এমএল) লিবারেশনের প্রার্থী দেবজ্যোতি মজুমদারকে সমর্থন করেছে বামফ্রন্ট। মেদিনীপুর কেন্দ্রে সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরুই। তালডাংরা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী সিপিআই(এম)’র দেবকান্তি মহান্তি। হাড়োয়ায় আইএসএফ’র প্রার্থী পিয়ারুল ইসলামকে সমর্থন করেছে বামফ্রন্ট।
BY ELECTION
রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন কাল, বোমা-অস্ত্র উদ্ধারের দাবি সেলিমের
×
Comments :0