Vice Presidential election

উপ রাষ্ট্রপতি পদে জয় সিপি রাধাকৃষ্ণানের

জাতীয়

উপ রাষ্ট্রপতি পদে জয় লাভ করলেন সিপি রাধাকৃষ্ণান। তার প্রাপ্ত ভোট ৪৫২ টি। অন্যদিকে ‘ইন্ডিয়া’ প্রার্থী বি সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট।

লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ভারতের সংসদে মোট আসনসংখ্যা ৭৮৮। বর্তমানে রাজ্যসভায় ৬টি ও লোকসভায় ১টি আসন খালি রয়েছে। তারই উপরাষ্ট্রপতি নির্বাচন মোট ৭৮১ জন সাংসদকে নিয়ে নির্বাচক মন্ডলী গঠিত হয়। শেষ পর্যন্ত ৭৬৭ জন এদিন ভোট দিয়েছেন। ১৫ টি ভোট বাতিল হয়েছে। ‘ইন্ডিয়া’ প্রার্থী বি সুদর্শন রেড্ডি থেকে ১৫২ টি ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন রাধাকৃষ্ণান।
১৭ তম ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হলো মঙ্গলবার। চলতি বছরের ২১ জুলাই শারীরিক অসুস্থতার কথা বলে পদত্যাগ করেন জগদীপ ধনকর। তারপর নির্বাচনের প্রস্তুতি হয়। আগামী পাঁচ বছর ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাধাকৃষ্ণণ।  
এনডিএ’র পক্ষে সমর্থন লোকসভায় ২৯৩, রাজ্যসভায় ১২৯। মোট ৪২২। দুই কক্ষ মিলিয়ে ‘ইন্ডিয়া’-র পক্ষে রয়েছে ৩২৪ সাংসদের সমর্থন। উপ রাষ্ট্রপতি নির্বাচনে তার কাছাকাছি ভোট পড়েছে দুই শক্তির।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন