Polit Bureau Smotrich

গাজায় গণহত্যার প্রবক্তা স্মোটরিকের ভারত সফরের নিন্দা পলিট ব্যুরোর

জাতীয়

ভারত সফররত ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিক।

গাজায় গণহত্যা চলছে। প্যালেস্তিনীয়দের তাড়িয়ে দিয়ে জমি দখল নিতে নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইজরায়েল। এই দখলদারি নীতির অন্যতম প্রবক্তা ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিক। ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশ স্মোটরিকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। আর নরেন্দ্র মোদী সরকার এই অর্থমন্ত্রীকে ডেকে এনে সই করছে চুক্তিতে।
ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিকের ভারত সফরের নিন্দা জানিয়ে এই মর্মে ক্ষোভ জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। 
স্মোটরিকের নেতৃত্বে ইজরায়েলের প্রতিনিধিদল ভারত সফরে এসেছে। সোমবার দিল্লিতে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্মোটরিকের সঙ্গে দ্বিপাক্ষিক বিনিয়োগ সমঝোতায় সই করেছেন। ইজরায়েলি বিনিয়োগকারীদের একগুচ্ছ সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সমঝোতায়।
পলিট ব্যুরো বলেছে, ইজরায়েলের নেতানিয়াহু সরকারে স্মোটরিক একটি অত্যন্ত জাতিবিদ্বেষী রাজনৈতিক দলের প্রতিনিধি। প্যালেস্তিনীয়দের তাড়িয়ে জোর করে গাজ ভূখণ্ড দখল নীতির প্রবক্তা তিনি। দখলে থাকা ওয়েস্ট ব্যাঙ্ককে ইজরায়েল যাতে নিজের অধীন ঘোষণা করে তার পক্ষেও প্রচার চালিয়ে যাচ্ছেন স্মোটরিক। 
পলিট ব্যুরো বলেছে, আগ্রাসন নীতি এবং প্যালেস্তিনীয় জাতি বিলোপ নীতির প্রবক্তা হওয়া বিভিন্ন দেশ স্মোটরিকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, নেদারল্যান্ডস, স্লোভিনীা এবং নিউজিল্যান্ড রয়েছে এই তালিকায়। 
পলিট ব্যুরো বলেছে, অত্যন্ত লজ্জার যে এমন একজনকে অতিথি হিসেবে ডেকে এনে ইজরায়েলের সঙ্গে সমঝোতা সই করছে মোদী সরকার। এমন সময়ে তা করা হলো যখন গাজায় প্রতিদিন গণহত্যা চলছে। এই পর্বটিতেই স্পষ্ট ইজরায়েলের নেতানিয়াহু সরকারের সঙ্গে মোদী সরকারের বন্ধন কত গভীর। বুঝিয়ে দিচ্ছে যে গাজায় বীভৎস গণহত্যার সঙ্গে জড়িয়ে রয়েছে মোদী সরকার।
পলিট ব্যুরোর দাবি, ইজরায়েলের সঙ্গে সামরিক, অর্থনৈতিক এবং সুরক্ষা বোঝাপড়া বাতিল করতে হবে। যতদিন ইজরায়েল সংঘর্ষবিরতি ঘোষণা করে প্যালেস্তাইন প্রশ্নের সঙ্গত সমাধানের পক্ষে নীতি না নিচ্ছে ততদিন বাতিল রাখতে হবে সব রকমের বোঝাপড়া।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন