জলপাইগুড়ি শহরের বুকে ডিবিসি রোড এলাকায় শহরের প্রাণকেন্দ্রে তৃণমূলের দপ্তরে বসে চলছে এসআইআর’র ফর্ম জমা নেওয়ার কাজ।
শহরের ৬ নম্বর ওয়ার্ড এলাকার তিনটি বুথের মধ্যে ২টি বুথের বিএলও-রা এভাবেই কাজ করছেন বলে জেলা প্রশাসন তথা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে সিপিআই(এম)।
সিপিআই(এম)’র অভিযোগে বলা হয়েছে যে সোম ও মঙ্গলবার বেপরোয়া ভাবে চলছে এই এনুমারেশন ফর্ম জমা নেওয়ার কাজ চলছে। এলাকার সিপিআই(এম) নেতৃবৃন্দ জানিয়েছে যে জলপাইগুড়ি সদর বিধানসভার এই এলাকার ১০০ নম্বর পার্টের বিএলও শ্বেতা চক্রবর্তী ও ১০২ নম্বর পার্টের বিএলও অভিজিৎ সরকার তৃণমূলের ওই দপ্তরে বসে ফর্ম জমা নিয়েছেন। জেলা নির্বাচনী আধিকারিকেরকে অভিযোগ জানানোর পরও মঙ্গলবার দেখা যায় ১০২ পার্টের বিএলও এভাবেই কাজ করে চলেছেন। সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র এ প্রসঙ্গে বলেন এই বেনিয়মের নির্দিষ্ট প্রমাণ জেলা নির্বাচনী আধিকারিকের কাছে দেওয়া হয়েছে।
মিশ্র বলেন, ভুয়ো, মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম রয়েছে তালিকায়। তাকে কাজে লাগিয়ে শাসক দল নির্বাচনে ফয়দা লুটছে। সেই নাম তালিকা থেকে বাদ দেওয়ার দাবি করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের শিথিলতায় প্রশ্ন থাকছে এই প্রক্রিয়া কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে।
Jalpaiguri BLO
তৃণমূলের দপ্তরে বসছেন ২ বিএলও, জলপাইগুড়িতে অভিযোগ সিপিআই(এম)’র
×
Comments :0