EC CPI(M)

সব মনোনয়ন জমা হবে কী করে?
কমিশনে প্রশ্ন সিপিআই(এম)’র

রাজ্য

মঙ্গলবার নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে শমীক লাহিড়ী ও পলাশ দাস।

হাতে মাত্র ৮ ঘন্টা। প্রতি আসনে দশ জন করে প্রার্থী হলেও ৭ লক্ষের বেশি মনোনয়ন জমা নিতে হবে। নির্বাচন কমিশন কিভাবে জমা নেবে এই বিপুল সংখ্যার মনোনয়ন। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে এই প্রশ্ন তুলেছে সিপিআই(এম)’র প্রতিনিধিদল।

এদিন প্রতিনিধিদলে ছিলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী এবং রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য পলাশ দাস। লাহিড়ী বলেন, ‘‘ব্লক দপ্তরে মনোনয়ন জমা নেওয়া ছয় থেকে আটটি করে চেয়ার। ৬টার পর অফিস ফাঁকা হয়ে যাচ্ছে। নিয়ম হলো, তিনটের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার লাইনে দাঁড়ালে যত রাতই হোক জমা নিতে হবে। সেই আইন মানা হচ্ছে না। কমিশন নিজেই আইন মানছে না। আইন মানর মতো পরিকাঠামো চালু করছে না।’’ 

কমিশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী মনোনয়ন জমার জন্য হাতে সময় আছে আর মাত্র দু’দিন। সকাল ১১টা থেকে ৩টে পর্যন্ত মনোনয়ন। রাজ্যে পঞ্চায়েতের তিন স্তরে আসনের সংখ্যা ৭৩ হাজার ৮৮৭। জমা পড়েছে ৪৪ হাজারের কিছু বেশি মনোনয়ন। সিপিআই(এম)’র প্রশ্ন, ‘‘তাহলে নির্বাচন কমিশন কি চাইছে নাইচ্ছুক সব প্রার্থী মনোনয়ন পত্র জমা দিতে পারুক।’’

নির্বাচন প্রক্রিয়ায় নিরপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে সিপিআই(এম)। লাহিড়ী বলেছেন, ‘‘ রাজ্যে ৪০৩ টি কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ চলছে। তারই নিরাপত্তা দিতে পারছে না রাজ্য নির্বাচন কমিশন। তাহলে সব ভোট গ্রহণ কেন্দ্রের নিরাপত্তা কি ভাবে দেবে নির্বাচন কমিশন?’’ তিনি বলেছেন, ‘‘রাজ্যে ৫০টিরও বেশি ব্লকে বিরোধী দলগুলোর একজন প্রার্থীও মনোনয়ন পত্র জমা দিতে পারেনি আজ পর্যন্ত।  তৃণমূল-পুলিশ যৌথ বাহিনীর প্রবল সন্ত্রাসআক্রমণহুমকি,  বোমাবাজিমিথ্যা মামলায় বিরোধী প্রার্থীদের গ্রেপ্তার করার কারণে।’’

২০১৮’র নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। লাহিড়ী সংবাদমাধ্যমের প্রশ্নে বলেছেন, ‘‘আগেরবার ৯৬ শতাংশ আসনে জয়ী হয় একটি রাজনৈতিক দল। গণতন্ত্র হত্যার উৎসব চলছে রাজ্যে। ৩৪ শতাংশ আসনে কোনও বিরোধী দলকে দাঁড়াতে দেয়নি শাসক তৃণমূল দলরাজ্য পুলিশ ও নির্বাচন কমিশনের বদান্যতায়। এবার কি সেই রেকর্ড ভাঙতে তৃণমূলকে সাহায্য করার লক্ষ্য নিয়েই কাজ করছে রাজ্য নির্বাচন কমিশন?’’

তিনি বলেন, ‘‘সংবিধান রাজ্য নির্বাচন কমিশনকে গণতন্ত্রের উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে করার দায়িত্ব ও অধিকার দিয়েছেগণতন্ত্র হত্যার উৎসবে পৌরহিত্য করার নয়।’’

Comments :0

Login to leave a comment