ইসলামপুর পৌর নাগরিক পরিষেবা নিয়ে দীর্ঘদিনের অসন্তোষের প্রেক্ষিতে এবার সরব হল সিপিআই (এম)। বৃহস্পতিবার ইসলামপুর-১ এরিয়া কমিটির পক্ষ থেকে চোদ্দ দফা দাবি জানিয়ে এদিন ডেপুটেশন দেওয়া হয়। এদিনের ডেপুটেশনে নেতৃত্ব সিপিআইএম রাজ্য কমিটির সদস্য উত্তম পাল, স্বপন গুহ নিয়োগী সহ নেতৃবৃন্দ।
এদিনের ডেপুটেশনে নাগরিকদের ন্যায্য অধিকার, দুর্নীতি প্রতিরোধ, উন্নয়নমূলক প্রকল্পে স্বচ্ছতা এবং শহরের সামগ্রিক নাগরিক অবকাঠামোর উন্নয়নের বিষয়গুলো জোরালো ভাবে উত্থাপন করা হয়েছে। সিপিআই(এম)পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পৌরসভা যদি দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নেয়, তাহলে বৃহত্তর গণআন্দোলনে হবে। তাদের দাবি, হাউস ফর অল প্রকল্পে স্বচ্ছতা ও দুর্নীতির তদন্তের দাবি তুলে ওয়ার্ডভিত্তিক উপভোক্তা তালিকা প্রকাশ ও বকেয়া কিস্তির দ্রুত মঞ্জুরি দিতে হবে। বিভিন্ন ওয়ার্ডে দুর্নীতির অভিযোগে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার রূপায়ণ, টোটো চলাচল নিয়ন্ত্রণ, পানীয় জল প্রকল্পের দ্রুত বাস্তবায়ন
নেতৃবৃন্দ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে নাগরিকদের ন্যায্য দাবিগুলি প্রশাসনের দৃষ্টিতে আনতে চাইছি। কিন্তু দীর্ঘদিন ধরেই এই সমস্যা গুলি উপেক্ষিত। এবার যদি সমাধান না হয়, তাহলে সাধারণ মানুষকে নিয়ে পথে নামতেই হবে।”
পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, "সিপিআই(এম) দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ডেপুটেশন দিয়েছেন এবং আলোচনা করেছেন। তাঁদের দাবি গুলো যুক্তিযুক্ত। আমরা শীঘ্রই মেটানোর চেষ্টা করবো।"
Islampur
ইসলামপুর পৌরসভা অভিযান সিপিআই(এম)'র

×
Comments :0