গাজায় আগ্রাসন চালিয়ে গণহত্যা হচ্ছে। আগ্রাসন বন্ধ করতে হবে এখনই। রবিবার দিল্লিতে বিক্ষোভ সভায় এই দাবি তুলেছে সিপিআই(এম)। বিক্ষোভ সভায় অংশ নেন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিট ব্যুরোর সবস সদস্য। ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্যরাও। বহু পার্টিকর্মী এবং সমর্থক যোগ দিয়েছেন বিক্ষোভে।
সিপিআই(এম) দাবি করেছে, গাজায় সাধারণ নাগরিকদের সুরক্ষা দিতে হবে। আইন এবং মানবতা বিধি মানতে হবে ইজরায়েলকে। রাষ্ট্রসঙ্ঘকে দুই রাষ্ট্র সূত্র প্রয়োগ করতে হবে এবার।
রাষ্ট্রসঙ্ঘে গাজায় সংঘর্ষবিরতির পক্ষে প্রস্তাব পাশ হয়েছে। সেই প্রস্তাবে ভোট দেয়নি ভারত। শনিবারই ভারতের অবস্থানকে মার্কিন সাম্রাজ্যবাদের অনুচরবৃত্তি বলে আখ্যা দিয়েছে সিপিআই(এম) এবং সিপিআই।
প্যালেস্তাইনের ওপর ইজরায়েলের হামলায় বিশ্বের সর্বত্র সংঘর্ষবিরতির দাবি উঠেছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গী ইজরায়েলের আগ্রাসন এবং দখলদারির বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রেও।
রাষ্ট্রসঙ্ঘে ভারত ভোট না দিলেও বিপুল সংখ্যাধিক্যে পাশ হয়েছে যুদ্ধবিরতির প্রস্তাব।
Comments :0