Dhupguri Press Club

ধূপগুড়ি প্রেস ক্লাবে দাবা ও আঁকা প্রতিযোগিতা

জেলা

প্রতিবাদের ছবি এঁকে অন্যমাত্রা আনলেন উঠতি চিত্র শিল্পীরা। ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসে ১৫০ বেশি  অঙ্কন শিল্পীরা তাঁদের রঙ তুলিতে বসন্তের ছবি ফুটিয়ে তুললেন। একই সাথে মনের কোনে জমা প্রতিবাদের চিত্র প্রকাশ করলেন। ধূপগুড়ি প্রেস ক্লাবের দুই কর্মকর্তা সপ্তর্ষি সরকার ও রনি চৌধুরী জানান, "ধূপগুড়ি মহুকুমার বানারহাট ব্লকের গয়েরকাটা এবং বানারহাটে দুই স্থানে এবং ধূপগুড়িতে এই তিন স্থানে একই সময়ে এই বসে আঁকো প্রতিযোগিতা শুরু করা হয়।"
এদিন সকালে প্রেস ক্লাব প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করার পর দাবা প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গের জেলাগুলি থেকে ১৪০ জন বিভিন্ন বয়সের দাবাড়ু অংশ গ্রহন করে। বসন্তের রঙ আঁকো প্রতিযোগিতায় বিভিন্ন  বয়সের প্রতিযোগিতা বিভিন্ন বিষয় ভিত্তিক ছবি আঁকে। সর্বসাধারণ বিভাগের বিষয় ছিল প্রতিবাদ। এই বিভাগের শিল্পীরা সম্প্রতি ঘটে যাওয়া প্রতিবাদ-আন্দোলনকে ভাবনায় রেখে রঙ তুলিতে তাঁদের মনের ভাবনাকে তুলে ধরেন। প্রেস ক্লাবের কর্মকর্তারা জানান, "স্বারস্বত উৎসবকে সফল করতে আগামী ৩ ফেব্রুয়ারী পর্যন্ত বিভিন্ন  অনুষ্ঠান চলবে। স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বাস্থ্যশিবির এবং প্রতিযোগিতামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।"
 

Comments :0

Login to leave a comment