বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত পণ্ডিত ছান্নুলাল মিশ্র ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া শাস্ত্রীয় সংগীতের দুনিয়ায়।
বিগত বেশ কিছুদিন মির্জাপুরে কনিষ্ঠ কন্যার সঙ্গেই বসবাস করছিলেন পণ্ডিত ছান্নুলাল মিশ্র। বুধবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই এদিন ভোরে তাঁর মৃত্যু হয়।
সংবাদ সংস্থাকে এই খবর নিশ্চিত করেছেন তাঁর মেয়ে নম্রতা মিশ্র।
মেয়ে নম্রতা বলেন, দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। দিন কয়েক আগেই হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। ১৯৩৬ সালের ৩ আগস্ট উত্তরপ্রদেশের হরুহরপুরে জন্মগ্রহণ করেন পণ্ডিত ছান্নুলাল মিশ্র। শাস্ত্রীয় সঙ্গীতের খেয়াল, ঠুমরি, দাদরা, চৈতি, কাজরি এবং ভজনে অসামান্য অবদান রেখেছেন। ২০১০ সালে পদ্মভূষণ এবং ২০২০ সালে পদ্মভূষণে বিভূষণ সম্মানে সম্মানিত হন। শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল এবং পদ্মবিভূষণ-প্রাপ্ত শিল্পী পণ্ডিত ছন্নুলাল মিশ্রের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Chhannulal Mishra
প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী ছন্নুলাল মিশ্র

×
Comments :0