College student dies in Santiniketan

শান্তিনিকেতনে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কলেজ ছাত্রীর

রাজ্য জেলা

ছবি প্রতীকি

শান্তিনিকেতনের সোনাঝুরিতে বেআইনি মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় বোলপুর কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম স্নেহা চৌধুরী (২১)। পুলিশ সূত্রে জানা গেছে বান্ধবীকে নিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিল মৃত ছাত্রী। সেই সময় বেপরোয়া ভাবে একটি ট্রাক্টর ধাক্কা মারে তাঁদের। রাস্তায় পড়ে গিয়ে রক্তাক্ত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে স্নেহা চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক৷ জানা গেছে, শান্তিনিকেতনের শ্যামবাটির দিক থেকে আমার কুটিরের দিকে স্কুটি নিয়ে যাচ্ছিলেন ওই দুই ছাত্রী৷ সোনাঝুরির খোয়াই হাটের রাস্তায় একটি মাটি বোঝাই ট্রাক্টর বেপরোয়া ভাবে আসছিল৷ গতি অত্যাধিক থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি স্কুটিতে ধাক্কা মারে বলেই অভিযোগ। মৃত ছাত্রী বোলপুর কলেজের ইংরাজি বিভাগের দ্বিতীয় বর্ষ। গুরুত্বর জখম হয়েছেন তাঁর বান্ধবী সেঁজুতি দে। সেও বোলপুর কলেজের ছাত্রী৷ তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, ঘটনার পরেই বেগতিক দেখে পালিয়ে যায় ট্রাক্টর চালক৷ বেআইনি বালি ও মাটি বোঝাই ট্রাক্টর বেপরোয়া ভাবে চলাচলের ফলে একের পর দূর্ঘটনার সাক্ষী হচ্ছে বীরভূমের নানা প্রান্ত। বোলপুর এলাকাতেও দূর্ঘটনায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। কোপাই নদী থেকে বেআইনি ভাবে বালি তোলা ও নদীর পাড় কেটে মাটি তোলার অভিযোগ দীর্ঘদিনের। একের পর এক দূর্ঘটনার পরে মানুষ নানা সময়ে বিক্ষোভে সামিল হয়েছেন। কিন্তু বন্ধ হয়নি অবৈধ পাচারের কারবার। পুলিসের মদতেই এই কারবার চলে বলেও অভিযোগ।

 

Comments :0

Login to leave a comment