Sagardighi

হারল তৃণমূল, সাগরদিঘিতে জয়ী বাম-কংগ্রেস প্রার্থী

রাজ্য

সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস ২২,৯৮০ ভোটে জয়ী হয়েছেন।

এই আসন হাতছাড়া হচ্ছে তৃণমূলের। কমে গিয়েছে প্রায় ৫০ হাজার ভোটও। মুর্শিদাবাদের এই কেন্দ্রের উপনির্বাচন ঘিরে তৃণমূল কোনও কৌশল বাকি রাখেনি। বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থীর নামে পুলিশ অভিযোগ দায়ের করে হাওড়ার উলুবেড়িয়ায়। সাগরদিঘিতে কংগ্রেসের এক নেতাকে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ পুরনো এক মামলায়। 

পুলিশকে দিয়ে ভোট করানোর এই প্রক্রিয়ার কড়া বিরোধিতা করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনিই জানিয়েছিলেন যে তৃণমূল হারের ভয় পেয়েছে বলে বিরোধীদের পিছনে পুলিশ লেলিয়ে দিচ্ছে। উপনির্বাচনের প্রচারে বায়রন বিশ্বাসের সমর্থনে একের পর এক জনসভায় জনতার ঢল দেখা গিয়েছিল। ২৭ ফেব্রুয়ারি ভোট প্রক্রিয়ার পর জনতাকে অভিনন্দন জানান সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা। 

এদিন কয়েক রাউন্ড ফল গণনার পরই স্পষ্ট হয়ে যায় জিতছেন বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী। ৪৬ শতাংশের আশেপাশেই থেকেছে তাঁর পক্ষে ভোট। কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও অভিনন্দন জানিয়েছেন জনতাকে। তিনি বলেছেন, তৃণমূল এবং বিজেপি বিরোধী সব শক্তিকে এক জায়গায় থেকে লড়াই চালাতে হবে আগামী দিনেও। 

Comments :0

Login to leave a comment