প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে বারাণসী থেকে উত্তরপ্রদেশের কংগ্রেস প্রধান অজয় রাইকে প্রার্থী করে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ৪৫ জন প্রার্থীর চতুর্থ তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। মধ্যপ্রদেশের রাজগড় থেকে প্রবীণ নেতা দিগ্বিজয় সিংকে প্রার্থী করেছে কংগ্রেস, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের বিরুদ্ধে লড়াইয়ে জম্মু ও কাশ্মীরের উধমপুর থেকে নবনির্বাচিত নেতা লাল সিংকে প্রার্থী করেছে কংগ্রেস।
তালিকা অনুযায়ী, মহারাষ্ট্রের নাগপুরে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ির বিরুদ্ধে লড়বেন বিধায়ক বিকাশ ঠাকরে।
চতুর্থ তালিকায় মধ্যপ্রদেশের ১২টি, উত্তরপ্রদেশের ৯টি, তামিলনাড়ুর ৭টি, মহারাষ্ট্রের ৪টি, উত্তরাখণ্ড, রাজস্থান, মণিপুর ও জম্মু ও কাশ্মীরের ২টি করে এবং পশ্চিমবঙ্গ, আসাম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মিজোরাম ও ছত্তিশগড়ের ১টি করে আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
CONGRESS 4th List
চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের
×
Comments :0