Counting

সন্দেহ, কমিশনের পক্ষপাতের আবহে শুরু গণনা

জাতীয়

দমদমে ভোট গণনার কেন্দ্র পানিহাটি ধানকল গুরু নানক ডেন্টাল কলেজে ভোট কেন্দ্রে প্রবেশ করলেন সুজন চক্রবর্তী। ছবি,: অভিজিত বসু

 

একরাশ সন্দেহ আর কারচুপির আশঙ্কা নিয়ে শুরু হলো ভোট গণনা। ঘটনায় ঠাসা অষ্টাদশ লোকসভা ভোটের, অন্তত প্রবণতা, আঁচ করা যাবে বেলা গড়ালেই। 

গণনার কারচুপির শঙ্কা রয়েছে রাজ্যেও। গণনা প্রভাবিত করতে পুলিশ পাঠানো হচ্ছে, কমিশনে জানিয়েছে সিপিআই(এম)। দেওয়া হয়েছে নামের তালিকা। 

কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে বলেছে যে কোনও অস্থায়ী কর্মীকে গণনার দায়িত্বে রাখা যাবে না। 

দিল্লিতে ‘ইন্ডিয়া’ নেতৃত্ব নির্বাচন কমিশনকে সতর্ক করে এসেছে। সোমবার রাতে ইভিএম বদলের একাধিক অভিযোগ এসেছে। 

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দেশের সব আমলা, আধিকারিকদের আবেদন জানিয়েছেন, প্রভাবিত হবেন না। নির্ভয়ে সাংবিধানিক দাযিত্ব পালন করুন।

বুথ ফেরত সমীক্ষা বিজেপি জোটের বিপুল জয়ের অনুমান করেছে। অনুমান পুরোপুরি খারিজ করেছে ‘ইন্ডিয়া’। কারচুপি রুখতে পূর্ণ লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে। 

নির্বাচনে বারবার সামনে এসেছে কমিশনের বিরুদ্ধে ওঠা পক্ষপাতের অভিযোগ। তার মধ্যে শুরু হচ্ছে গণনা।‌


 

Comments :0

Login to leave a comment