Lok Sabha Counting

এনডিএ ২৬৫, ইন্ডিয়া ২৫৪, অন্য ২৪

জাতীয়

বুথ ফেরত সমীক্ষার অনুমান উড়িয়ে দিচ্ছে ফল। কড়া লড়াই চালিয়ে গণনায় গরমিলের মতলব বাতিল করতে পেরেছে। বেলা সাড়ে দশটা নাগাদ প্রবণতা অনুযায়ী সমানে সমানে টক্কর বিজেপি জোট এনডিএ’র সঙ্গে ‘ইন্ডিয়া’ মঞ্চের। 

প্রবণতা অনুযায়ী: এনডিএ ২৬৫, ইন্ডিয়া ২৫৪, অন্য ২৪

Comments :0

Login to leave a comment