Indian Premier League

লখনউকে হারাল দিল্লী

খেলা

DC vs LSG আইপিএল অফিসিয়াল ফেসবুক পেজ

মঙ্গলবার আইপিএলে জয় পেল দিল্লী ক্যাপিটালস্। হারাল লখনউ সুপার জায়ান্টকে । ৮ উইকেটে জয় পেল কে এল রাহুলের দল। প্রথমে ব্যাট করে ১৫৯ রানে শেষ হয় ঋষভ পন্থদের দল। মার্করাম করেন ৫২ রান এবং মার্শ করেন ৪৫। দিল্লীর বোলিংয়ের নায়ক মুকেশ কুমার। তিনি মোট ৪টি উইকেট নেন। পরবর্তীতে ব্যাট করতে নেমে বাংলার অভিষেক পোরেল করেন ৫১ রান। রাহুল করেন ৫৭ রান। মার্কারাম দুটি উইকেট নেন। ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল দিল্লী এবং ম্যাচ হেরে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই রইল সঞ্জীব গোয়েঙ্কার দল।

Comments :0

Login to leave a comment