১৯৯২ সালের আজকের দিনে অর্থাৎ ২ ফেব্রুয়ারি তারিখে মধ্যাঞ্চলকে ৩৬ রানে হারিয়ে ষষ্ঠবার দেওধর ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণাঞ্চল। মাত্র ২৩ রান দিয়ে ৫ টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন আরশাদ আয়ুব। ফাইনালটি অনুষ্ঠিত হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে । বৃষ্টির জন্য এইদিন ইডেনের ফাইনাল শুরু হয়েছিল প্রায় ২:৩০ ঘণ্টা পর। দক্ষিণাঞ্চলের বিবেক জয়সীমা ৬৭ করে আরশাদের সাথে যুগ্মভাবে ম্যাচের সেরা হয়েছিলেন। এর দুইদিন আগেই প্রাণত্যাগ করেছিলেন ধ্রুব পাণ্ডে। তার আত্মার শান্তি কামনা করে ম্যাচের আগে প্রায় ১ মিনিট নীরবতা পালনও করা হয়েছিল। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মধ্যাঞ্চল। আবদুল আজিম ও ভি রমণের ওপেনিং জুটি খুব বেশি সুবিধা করতে পারেনি। প্রশান্তের বলে আউট হন আব্দুল। নারায়ণ গৌতমের ৩৯ ও বিবেক জয়সীমার সর্বাধিক ৬৭ রান করলেও প্রশান্ত ও জ্ঞানেন্দ্রর বোলিং দাপটই ওইদিন শেষ করে দিয়েছিল দক্ষিণাঞ্চলের ইনিংস। ১৫৮ রানের লক্ষ্য পূরণে নেমে মধ্যাঞ্চল ৩৩.২ ওভারে ১২২ রানেই অলআউট হয়ে গেছিল । সৌজন্যে আয়ুবের ৫ উইকেট। মাত্র ২৩ রান দিয়েছিলেন আয়ুব। এই ম্যাচের একদিন আগেই ছিল ভারতীয় দলের নির্বাচন। এই ম্যাচের দুরন্ত পারফরমেন্সের দ্বারা নির্বাচকদের ভাবিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন আয়ুব।
Comments :0