বাংলাদেশের বিপক্ষে খেলা চলাকালীন আগুলে চোট পান রহিত শর্মা। তাঁর পরিবর্তে ভারতকে টেস্টে সিরিজে নেতৃত্ব দিচ্ছিলেন কে এল রাহুল। এখনো রোহিতের চোট সারিয়ে উঠতে পারেননি। এবার চোট পেলেন কেএল রাহুল। দ্বিতীয় টেস্টের আগে বুধবার নেটে ব্যাটিং করার সময়ে হাতের আঙুলে চোট পান তিনি। যদিও রাহুলের চোট গুরুতর নয় বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। তবে দ্বিতীয় টেস্টে রাহুল খেলতে পারবেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।
দ্বিতীয় টেস্টে দ্রুতগতির বোলার নবদীপ সাইনিও খেলতে পারবেন না। তাঁর পেটের পেশিতে টান ধরেছে। বিসিসিআই একটি সূত্রে পাওয়া খবরে জানা গেছে নবদীপ সাইনির পরিবর্তে খেলবেন উমেশ যাদব। বিসিসিআই মেডিকেল বোর্ড জানিয়ে দিয়েছে দ্বিতীয় টেস্ট বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারবে না রোহিত শর্মা। দ্বিতীয় একদিনের ম্যাচে তাঁর বুড়ো আঙুলে যে চোট লেগেছিল, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেনি রোহিত।
রোহিত শর্মার চোটের কারণে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। চোটের কারণে রাহুল যদি না খেলেন তবে ভারতীয় দলে ওপেনার হিসাবে অভিষেক হতে পারে বাংলার অভিমন্যু ঈশ্বরণের। বাংলাদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার রাহুল খেলতে না পারলে সহ-অধিনায়ক চেতেশ্বর পূজারা সম্ভবত অধিনায়কত্বের দায়িত্ব নেবেন।
Comments :0