সুদীপ্ত সংগ্রাম চলছে, চলবে। বদলেছে প্রজন্ম, কিন্তু ১২ বছর ধরে শহীদ সুদীপ্ত গুপ্তের মতো শহীদদের আত্মত্যাগকে পাথেয় করেই আজও লড়াই করে চলেছে এসএফআই, লড়ছে বামপন্থী ছাত্র আন্দোলন।
১২ বছর আগের দাবি যা ছিল আজও দাবি এক, ছাত্র সংসদ নির্বাচন। বুধবার ২ এপ্রিল এসএফআই, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে কেন্দ্রীয় মিছিলের আয়োজন করা হয়। কলেজ স্ট্রিট এবং শিয়ালদহ থেকে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল পর্যন্ত এই মিছিলটি হয়। অভয়ার ন্যায় বিচার, ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন ও নদীয়ায় এসএফআই নেতা রেজা শেখের মুক্তির দাবিতে বুধবার শহীদ কমরেড সুদীপ্ত গুপ্তের ১৩তম শহীদ দিবসে মিছিল করে বাম ছাত্রসংগঠন গুলি।
মিছিলের পর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে 'ক্যাম্পাস রক্ষায় সুদীপ্ত সংগ্রাম' এই শীর্ষক আলোচনা করেন এসএফআই’র প্রাক্তন রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাস। ভয় মুক্ত ক্যাম্পাস গড়তে বর্তমান ছাত্রদের কাজ ও ছাত্রআন্দোলনের ইতিহাস আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক তা তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন, "ছাত্র সংসদ নির্বাচনের দাবি শুধুমাত্র ছাত্র সংসদের সভাপতি, সম্পাদক, কালচারাল সেক্রেটারি বা ট্রেজারার নির্বাচন করার জন্য নয়। আমরা এই দাবি জানিয়েছিলাম কারণ ছাত্ররা যদি ক্যাম্পাসে এসে মুক্ত চিন্তার পরিবেশ পায় তাহলে তাঁরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে বেড়ে উঠতে পারেন। আজও আমাদের সেই দাবি সমান ভাবেই প্রাসঙ্গিক। বর্তমানে যারা ছাত্র আন্দোলনের কর্মী তারা ক্যাম্পাসের ভেতরে শুধু লড়াই চালাচ্ছেন তাই নয় ক্যাম্পাসের বাইরেও সাম্প্রদায়িকতা ও বিভেদের শক্তির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালাচ্ছেন। এই লড়াই ভবিষ্যতে আরো দৃঢ় করতে হবে।"
মিছিল শেষে সংগঠনের পতাকা উত্তোলন করেন এসএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দীপ্তজিৎ দাস। উপস্থিত ছিলেন এসএফআই সহ অন্য বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
SFI
ক্যাম্পাসে গণতন্ত্র: শহীদ সুদীপ্তের প্রয়াণের দিনে রাজপথে উঠল সেই দাবিই

×
Comments :0