RG KAR Demonestration

‘তিলোত্তমা’ হত্যায় বিচার মেলেনি, সোদপুরে নাগরিক বিক্ষোভ

জেলা

শনিবার সোদপুর মোড়ে অবস্থান বিচারের দাবিতে।

বিচার মেলেনি চিকিৎসক-ছাত্রীর। শনিবার বিচারের দাবিতে সোদপুর বিটি রোড ‘তিলোত্তমা মোড়ে’ চলল অবস্থান।
গান আবৃত্তি পথনাটিকায় বিচারের দাবিতে সরব হলেন নাগরিকরা।  
৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ধর্ষিতা-নিহত চিকিৎসকের দেহ মিলেছিল। আগের দিন রাতে কাজেই ছিলেন তিনি। দেহ মিলেছিল চেস্ট বিভাগের সেমিনার রুমে। তারপর দেখা গিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ, তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের প্রমাণে লোপাটের তৎপরতা।
হত্যার পর ১১৩ দিন কেটে গিয়েছে। সোদপুরে বিক্ষোভে প্রশ্ন উঠেছে কেবল একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করল পুলিশ, প্রমাণ লোপাটে দায়ীদের ধরা হলো না কেন? কেনই বা তদন্তের দায়িত্ব পেয়েও সিবিআই স্বাস্থ্য দুর্নীতির পাণ্ডাদের নাম রাখল না চার্জশিটে?
শনিবারই কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন বিচারের দাবিতে গোড়া থেকে লড়াইয়ে শামিল চিকিৎসক যৌথ মঞ্চ। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস’ এদিন বলেছে, স্বাস্থ্য দুর্নীতি এবং প্রমাণ লোপাটে নানাভাবে জড়িতদের মেডিক্যাল কাউন্সিলে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে।

Comments :0

Login to leave a comment