বৃহস্পতিবার ফুকুশিমা অঞ্চলে জাপানের হোনশুর পূর্ব উপকূলে রিখটার স্কেলে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে। জাপানের প্রতিবেশী দেশ তাইওয়ানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নয়জন নিহত এবং এক হাজারেরও বেশি আহত হওয়ার একদিন পর এই ঘটনা ঘটেছে।
তাইওয়ানের ভূমিকম্প, যা গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, তা তাইওয়ানের পূর্ব উপকূলে অবস্থিত - জাপানের ইয়োনাগুনি দ্বীপে একটি সুনামির সৃষ্টি করে। তবে, জাপানে বৃহস্পতিবারের ভূমিকম্পের পর কোনো নতুন করে সুনামির সতর্কতা জারি করা হয়নি, জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির (জেএমএ) জানিয়েছে।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
Japan
জাপানে ভূমিকম্প, রিখটার স্কেলে ৬ মাত্রা
×
Comments :0