Eastbengal & Cleton Silva are part ways

ক্লেটনের সঙ্গে বিচ্ছেদ ইস্টবেঙ্গলের

খেলা

Eastbengal--Cleton-Silva-are-part-ways ছবি সৌজন্য - ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়াল ফেসবুক পেজ

জল্পনা চলছিলই। এবার তা বাস্তবে রূপায়িত হল। ইস্টবেঙ্গল থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল যে ক্লেটন এবং ইস্টবেঙ্গল দুই পক্ষই নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সম্মতির মাধ্যমে ছেড়ে দিল ক্লেটন সিলভাকে। বেশ কয়েকদিন ধরেই কোচ অস্কারের সঙ্গে ক্লেটনের বিবাদ জড়িয়েছিল চরমে। নববর্ষের দিন সকালে অনুশীলনে সর্বসমক্ষেই সেই বিবাদের চিত্রের দেখা মিলেছিল। ২০২৪ সালে এই ক্লেটনের গোলেই সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল।

Comments :0

Login to leave a comment