কুম্ভ থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু দম্পতি-সহ তাঁদের দুই সন্তানের। রবিবার গভীর রাত সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ফতেহাবাদ এলাকার আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। মৃতেরা দিল্লির উত্তম নগরের বাসিন্দা। তাঁরা প্রয়াগরাজের কুম্ভেমেলার স্নান করে বাড়ি ফিরছিলেন। ৪২ বছর বয়সী ওমপ্রকাশ সিং গাড়িটি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি রাস্তার ডিভাইডার পেরিয়ে ছিটকে পড়ে এবং এক্সপ্রেসওয়ের বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা মারে। এই ঘটনার বিষয়ে সোমবার সকালে ফতেহাবাদ এসিপি অমর দীপ জানান, সিং, তার স্ত্রী পূর্ণিমা (৩৪), তাদের মেয়ে অহনা (১২) এবং চার বছরের ছেলে বিনায়ক ঘটনাস্থলেই মারা যান। ওমপ্রকাশ নিজেই গাড়ি চালাচ্ছিলেন। দুমড়ে-মুচড়ে হয়ে যায় গাড়িটি। ভিতরে থাকা দম্পতি ও তাঁদের ছেলে মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারকে জানানো হয়েছে। "প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ওমপ্রকাশ ঘুমিয়ে পড়েছিলেন যার ফলে দুর্ঘটনাটি ঘটেছে।
Car Accident In Uttar Pradesh
লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, ২ সন্তান-সহ দম্পতির মৃত্যু
×
Comments :0