এবারও বেশ ভালো পরিমাণ ভোট পড়েছে হিমাচল প্রদেশে। সমস্ত কেন্দ্র থেকে হিসাব আসার পর রবিবার নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, এবার হিমাচলে ৭৫.৬ শতাংশ ভোট পড়েছে। ২০১৭ সালের তুলনায় এবারের ভোটের হার সামান্য বেশি। গতবার ভোট পড়েছিল ৭৫.৫৭ শতাংশ। এবার পুরুষদের তুলনায় নিজেদের মতামত বেশি জানিয়েছেন হিমাচলের মহিলারা। মহিলাদের ভোটের হার যেখানে ৭৬.৮ শতাংশ সেখানে পুরুষদের হার ৭২.৪ শতাংশ। তৃতীয় লিঙ্গের ভোটদানের হার এবার ৬৮.৪ শতাংশ বলে জানা গিয়েছে।
রাজ্য নির্বাচনী অফিসার মণীশ গর্গ এদিন জানিয়েছেন, এছাড়াও এক শতাংশ পোস্টাল ব্যালট এখনও পর্যন্ত হাতে এসেছে। আরও ২শতাংশ আসার কথা বলে তিনি জানান। তাঁর কথা অনুযায়ী, সর্বাধিক ভোট (৮৫.২৫%) পড়েছে দুন বিধানসভা কেন্দ্রে। আর সবচেয়ে কম ভোট (৬২.৫৩%) পড়েছে সিমলা কেন্দ্রে। সিমলায় এবার গতবারের থেকেও কম ভোট পড়েছে। গর্গ আরও জানিয়েছেন, গতবার ১১টি কেন্দ্রে ভোটের হার বেশ কম ছিল। একারণে এবার ওই কেন্দ্রগুলিতে যাতে ভোট বেশি পড়ে সেজন্য কমিশনের তরফে বাড়তি জোর দেওয়া হয়। এর মধ্যে দুটি কেন্দ্রে ভোটারদের মতামত দেওয়ার প্রবণতা এবার বেড়েছে।
Himachal Election
হিমাচলে শেষে ভোট পড়েছে প্রায় ৭৬ শতাংশ
×
Comments :0