'INDIA' COUNTING DAY

দিল্লি ছেড়ে নড়ছেন না ‘ইন্ডিয়া’ নেতৃত্ব

জাতীয়

গণনার দিনে যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি হতে শুরু করল বিরোধীরা। সংবাদসংস্থা জানাচ্ছে, কংগ্রেসের তরফে বিরোধী রাজনৈতিক মঞ্চ ‘ইন্ডিয়া’-র শীর্ষ নেতৃত্বকে মঙ্গল এবং বুধবার দিল্লিতে থাকার অনুরোধ করা হয়েছে। ‘ইন্ডিয়া’-র নেতৃবৃন্দ তাতে সহমতও হয়েছেন।

মঙ্গলবারই গণনা। নির্বাচন কমিশনের ভূমিকায় একরাশ প্রশ্ন রেখেই গণনা প্রক্রিয়ায় অংশ নেবে ‘ইন্ডিয়া’।  

কংগ্রেস সূত্রে খবর, বিজেপি যদি গণনায় কারচুপি করে, তার সর্বাত্মক প্রতিরোধ হবে। সেই মতো গোটা সংগঠন সহ বিরোধী মঞ্চকে প্রস্তুত থাকার বার্তা দেওয়া হয়েছে। 

সোমবার কংগ্রেসের তরফে সমস্ত প্রদেশ সভাপতিকে সাংবাদিক সম্মেলন করেছেন। কলকাতায় বিধান ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেছেন, ‘‘ এআইসিসির তরফে গণনা কেন্দ্রের এজেন্টদের জন্য নির্দেশিকা পৌঁছে গিয়েছে। আমরা সেই মতো এজেন্টদের প্রশিক্ষণ দিয়েছি।’’

চৌধুরী জানিয়েছেন, ‘‘এরাজ্যে তৃণমূলের হাবেভাবে স্পষ্ট যে নির্বাচনের ফল তাদের জন্য হতাশা নিয়ে আসতে চলেছে। তাই বোমা বন্দুকের রাজনীতি করতে চাইছে রাজ্যের শাসক দল। রাজ্যবাসীকে এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।’’

অপরদিকে দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। দিল্লির ২৪ আকবর রোডের অফিসের বাগানে মঞ্চ তৈরি করা হয়েছে। বাগান জুড়ে পাতা হয়েছে শামিয়ানা। গণনার দিন বহু কংগ্রেস কর্মী সদর দপ্তরে হাজির হবেন, ধরে নিয়েই প্রস্তুতি সারা হয়েছে। 

টেলিভিশন চ্যানেলগুলির করা এক্সিট পোলকে অবাস্তব আখ্যা দিয়ে কংগ্রেস বলেছে, ‘‘ গণনা প্রক্রিয়ায় রিগিং করার বৈধতা আদায় করতেই এমন অবাস্তব সমীক্ষা সামনে আনা হয়েছে। বিজেপি এই জাতীয় সমীক্ষার মাধ্যমে বিরোধীদের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল নিয়েছে। সেই চাপ প্রতিহত করেই গণনা কেন্দ্রে কংগ্রেসের এজেন্টরা লড়াই চালাবেন।’’

গোদী মিডিয়া, বা নরেন্দ্র মোদীর পোষ্য মিডিয়া হিসেবে পরিচিত চ্যানেলগুলির বুথ ফেরত সমীক্ষাকে উড়িয়ে দিয়ে কংগ্রেসের দাবি, ইন্ডিয়া জোট ২৯৫টি আসনে জয়ী হবে।

Comments :0

Login to leave a comment