শনিবার থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০টায়। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ফুটছেন বিরাট কোহলি। এই বছর নিলামে নেওয়া হয়েছে ফিল সল্ট, লিয়াম লিভিংসটিনের মতো ক্রিকেটারদের। দলের অধিনায়কত্ব সামলাবেন রজত পতিদার। বোলিংয়ে রয়েছেন ভুবনেশ্বর কুমার , জস হ্যাজলউডের মত ক্রিকেটাররা। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন দল থেকেও যেমন অনেককে বাদ দিতে হয়েছে । তেমন আবার অনেক নতুন মুখকেই দেখা যাবে নাইটদের দলে। গৌতম গম্ভীরের জায়গায় মেন্টর হিসেবে এসেছেন ডোয়াইন ব্রাভো। পুরোনো কোর টিম ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, রিংকু সিং, সুনীল নারায়ণ, রাসেলদের ধরে রেখেছে দল। নতুনদের মধ্যে এসেছেন ডি কক, রাহানে, স্পেন্সার জনসনরা। চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম সেরা বোলার স্পিনার বরুণ চক্রবর্তীও রয়েছেন এই দলে। ফলে প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জয় দিয়েই শুরু করতে চাইছে নাইটবাহিনী।
ম্যাচ শুরুর আগে ইডেনে উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানিরা। তবে এই অনুষ্ঠানসহ ভেস্তে যেতে পারে গোটা ম্যাচই। কারণ শুক্রবার থেকেই কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। শনিবারও চলবে বৃষ্টির উপদ্রব। তাই সেক্ষেত্রে বৃষ্টিবাধায় বিঘ্নিত হতে পারে আইপিএলের প্রথম ম্যাচই।
Comments :0