বুয়েন্স এয়ার্সে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন বা ISSF বিশ্বকাপে নামতে চলেছেন মনু ভাকের। অলিম্পিক মেডেল জয়ের বেশ কয়েকমাস পর নামবেন মানু। এই প্রতিযোগিতায় ভারত থেকেই সর্বাধিক ৩২জন সদস্য অংশ নেবেন। গত ফেব্রুয়ারিতে এই প্রতিযোগিতার ট্রায়ালেই ২৫মিটার পিস্তলে প্রথম এবং ১০মিটার এয়ার রাইফেল বিভাগে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন। মানুর সঙ্গে সঙ্গে এই প্রতিযোগিতায় নামবেন ২২বছরের সৌরভ চৌধুরীও। বেশ কয়েকবছর ধরেই নিজের ফর্ম হাতড়ে বেড়াচ্ছিলেন মীরাটের এই যুবক। তবে চলতি বছরের জানুয়ারির ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তার ফিরে আসার কিছুটা ইঙ্গিত পাওয়া গেছিল। এই প্ৰতিযোগিতায় কোনো পদক না জিতলেও সৌরভ ৫৯১ পয়েন্ট স্কোর করার মাধ্যমে জাতীয় রেকর্ড গড়েছিলেন। ২০১৮ যুব অলিম্পিকে এই বুয়েন্স এয়ার্সেই স্বর্ণপদক জয় করেছিলেন সৌরভ। ফলে ২০২৫এও সেই স্মৃতিই ফিরিয়ে আনতে চান তিনি।
ISSF WORLD CUP Buenos Aires
আর্জেন্টিনায় বিশ্বকাপে নামবেন মনু ভাকের
.jpg)
×
Comments :0