Indian Senior Men's Hockey Team

৫৪সদস্যের দল ঘোষণা ভারতের সিনিয়র পুরুষ হকি দলের

খেলা

Indian Senior Mens Hockey Team

বেঙ্গালুরুর স্পোর্টস অথোরিটি অব ইন্ডিয়া সেন্টারে আগামী শুক্রবার ২৫তারিখ থেকে শুরু হচ্ছে সিনিয়র পুরুষ হকি দলের কোচিং ক্যাম্প। ন্যাশনাল কোচিং ক্যাম্পের প্রথম পর্বের প্রতিযোগিতার পর ৫৪জনের থেকে বাদ পড়বেন মোট ১৪জন। ৪০জন সদস্যকে নিয়ে হবে পরবর্তী পর্ব। যা শুরু হবে আগামী মে মাসে। ভালো পারফরম্যান্সের কারণে এই ক্যাম্পে মহারাষ্ট্র , পাঞ্জাব , মধ্য প্রদেশ , উত্তরপ্রদেশ , বাংলা এবং মনিপুর থেকেও সুযোগ পেয়েছেন খেলোয়াড়রা। এই খেলোয়াড়দের মধ্যে রয়েছে কৃষ্ণনান , সূর্য , মোহিত , অমিত রোহিদাস , অমনদীপ , জার্মানপ্রীত , হারমানপ্রীত , নীলকান্ত শর্মা , হার্দিক সিং , বিবেক সাগরের মতো নাম। নতুন মুখদের মধ্যে রয়েছেন সঞ্জয় , অংকিত , প্রতাপ , প্রমোদ , আকিব , অর্জুন , ইউসুফ , রবি সিং , উত্তম সিংরা। হোকি দলের কোচ ক্রেগ ফুল্টন জানিয়েছেন ' আমরা হকি প্রো লিগের আগে আয়ারল্যান্ডে তিনটি ম্যাচের সিরিজ খেলার পরিকল্পনা করেছি । সেখানেই করা হবে একটি ক্যাম্প '। এছাড়াও তিনি জানান ' এই ক্যাম্পের মাধ্যমে আমরা জুনিয়র এবং সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে দেখে নেওয়ার সুযোগ পেয়ে যাব '।

 

Comments :0

Login to leave a comment