Raniganj Rape

রানিগঞ্জে শিশুকে ধর্ষণ, ধৃত যুবক, কড়া শাস্তির দাবি

জেলা

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। খনি শহর রানিগঞ্জে  নিন্দনীয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিপিআই(এম) 'র নেতৃবৃন্দ ঘটনার নিন্দা জানিয়ে দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে। 
জানা যায়, গত সোমবার বিকেলে পাঁচ বছরের ওই  নাবালিকা শিশু কন্যাকে  তার প্রতিবেশী এক যুবক খেলার নামে নিজের বাড়িতে নিয়ে যায়। ফরে বাড়ির মধ্যে সে নির্যাতন করে। অসুস্থ হয়ে পড়া ওই শিশু কন্যা বাড়ি গিয়ে তার মাকে সমস্ত ঘটনা জানায়। ওই দিন  রাত্রেই কন্যাটির পরিবারের পক্ষ থেকে রানিগঞ্জ থানায় অভিযোগ জানায়। অভিযোগ দায়ের হতেই পুলিশ পকসো আইনে মামলা রুজু করে, এবং সেই রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এরপরই মঙ্গলবার অভিযুক্ত যুবক ও ছোট শিশুকন্যার ডাক্তারি পরীক্ষা করানো হয়। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযুক্ত বাইশ বছরের যুবক সিদ্ধার্থ রাম নিজের বয়ানে স্বীকার করেছে যে সে এই দুষ্কর্ম করেছে। স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি ওই যুবক এর আগেও বেশ কয়েক দফায় মহিলাদের উত্ত্যক্ত করা সহ নানান অভিযোগে সামিল ছিল । শিশু কন্যার মা সহ এলাকার মানুষেরা ওই যুবকের কঠিনতম শাস্তির দাবি জানিয়েছেন।
সিপিআই(এম) রানিগঞ্জ এরিয়া কমিটির নেতা সুপ্রিয় রায় বলেন, তৃণমূলের শাসনে এরাজ্য অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। অপরাধীকে আড়াল করা চলবে না।

Comments :0

Login to leave a comment