GAZA

গাজার স্কুলে হামলা ইজরায়েলের, নিহত ১১, বিক্ষোভের মুখে নেতানিয়াহু

আন্তর্জাতিক

ফের গাজার স্কুলে অস্থায়ী আশ্রয়ে হামলা চালালো ইজরায়েল। সোমবারের হামলায় নিহত হয়েছেন অন্তত ১১ জন। গাজা সিটির দেয়ার আল বালাহে এই হামলা চলেছে।
ইজরায়েলের মধ্যেই যুদ্ধবিরতির দাবিতে তীব্র বিক্ষোভের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 
গত সপ্তাহে ইজরায়েলের সেনা জানায় যে হামাসের হাতে পণবন্দি ৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। আরও বলা হয় যে, উদ্ধারের ঠিক আগে হত্যা করা হয়েছে তাঁদের। এই সংবাদে ইজরায়েলে ক্ষোভ আরও তীব্র হয়। যুদ্ধবিরতির ধারেকাছ দিয়ে না গিয়ে সংঘর্ষ চালিয়ে যাওয়া হচ্ছে কেন, এই প্রশ্ন তুলে রাস্তায় শামিল হচ্ছেন ইজরায়েলের নাগরিকরা। অনেক জায়গায় তাঁদের ছত্রভঙ্গ করতে জলকামান, লাঠিচার্জ করতে হয় নেতানিয়াহু সরকারকে। 
এর মধ্যেই প্যালেস্তাইনের আরেক দিকে, ইজরায়েলের দখলদারিতে থাকা ওয়েস্ট ব্যাঙ্কে টানা ছ’দিন অবরোধ চালিয়ে যাচ্ছে সেনা। ইজরায়েলের সেনার হামলায় নিহতের সংখ্যা ৩০ ছাড়িয়ে গত কয়েকদিনে। জেনিন উদ্বাস্তু শিবির অবরোধ করে খাদ্য, জল, বিদ্যুতের সব সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। 
ইজরায়েল আবার হামলা চালিয়েছে লেবাননেও। রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে, গাজায় আগ্রাসনের ফলে ৬ লক্ষ শিশু রয়েছে স্কুলের বাইরে। ভয় গ্রাস করেছে তাদের মন।

 

Comments :0

Login to leave a comment